‘ইতিহাসের অংশ হয়ে থাকবে পর্তুগাল’

নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরে শিরোপা জয়ের পুরো কৃতিত্ব দলের খেলোয়াড়দের দিচ্ছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। ইউরোপের দেশগুলিকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম শিরোপা জয় ঐতিহাসিক হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2019, 10:38 AM
Updated : 10 June 2019, 11:07 AM

পোর্তোয় রোববার রাতে ফাইনালে ১-০ গোলে জিতেছে ইউরো চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন গনসালো গেদেস।

২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছিল পর্তুগাল। তিন বছরের মধ্যে আরেকটি বড় প্রতিযোগিতায় শিরোপা জয়ের পর শিষ্যদের প্রশংসা করেন সান্তোস।

“অসাধারণ পারফরম্যান্সের জন্য আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ দিতে চাই, এটা ছিল তাদের জয়, পরিশ্রম ও আত্মনিবেদন।”

“আমি নিশ্চিত যে এই টুর্নামেন্ট ক্লাসিক হয়ে উঠবে কারণ এটা একটা টুর্নামেন্ট যেখানে গোটা ইউরোপিয়ান পরিবার অংশ নেয় এবং প্রথম আসরের শিরোপা জেতায় … আমরা ইতিহাসের অংশ হয়ে থাকব।”

“প্রথম আসরে জেতাটা আনন্দের – কিন্তু এটা এ পর্যন্তই। এখন আরও লক্ষ্য অর্জনে আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে।”