ইপিএলের মৌসুম সেরা লিভারপুলের ভন ডাইক

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিভারপুলের ভার্জিল ভন ডাইক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2019, 02:29 PM
Updated : 12 May 2019, 02:29 PM

নেদারল্যান্ডসের এই ডিফেন্ডারের নেতৃত্বে চলতি মৌসুমে লিগে এ পর্যন্ত নিজেদের ৩৭ ম্যাচের ২০টিতেই কোনো গোল হজম করেনি লিভারপুল।

লিগে ২০১৮-১৯ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিততে ২৭ বছর বয়সী এই খেলোয়াড় পেছনে ফেলেছেন গত মৌসুমের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ, আরেক সতীর্থ ফরোয়ার্ড সাদিও মানে, ম্যানচেস্টার সিটির তিন ফুটবলার রাহিম স্টার্লিং, সের্হিও আগুয়েরো ও বের্নার্দো সিলভা এবং চেলসির এদেন আজারকে।

পুরো লিগে এ পর্যন্ত মোটে ৩৫ মিনিট মাঠের বাইরে ছিলেন মৌসুম জুড়ে দুর্দান্ত খেলা ভন ডাইক। রক্ষণ সামলানোর পাশাপাশি চারটি গোল করেছেন এই সেন্টার-ব্যাক।

লিগে অংশ নেওয়া ২০টি দলের অধিনায়ক ছাড়াও বিশেষজ্ঞদের একটি দল ও ফুটবলপ্রেমীদের ভোটে এ পুরস্কার জিতলেন গত বছরের জানুয়ারিতে সাউথ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেওয়া ভন ডাইক। গত মাসে চলতি মৌসুমের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তিনি।