মেসি নির্ভরতায় অনুতাপ নেই বার্সা কোচের

লিওনেল মেসির ওপর অতিরিক্ত নির্ভরতার জন্য অনুতপ্ত নন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। লা লিগায় পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের একমাত্র গোলে লেভান্তেকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টাইন তারকার প্রশংসা করেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2019, 09:56 AM
Updated : 28 April 2019, 09:56 AM

লেভান্তের মাঠে মেসিকে বেঞ্চে রেখে শুরু করা বার্সেলোনা বিরতির আগে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফিলিপে কৌতিনিয়োকে তুলে নিয়ে তাকে নামান কোচ। ৬২তম মিনিটে বাঁ পায়ের শটে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন অধিনায়ক। এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের আসরে মোট গোল এখন ৩৪টি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানান ভালভেরদে।

“এটা পরিষ্কার যে সবসময় মেসি আমাদের নানা সমস্যা থেকে উদ্ধার করে। মেসি (নির্ভরতা) থাকায় আমরা অনুতপ্ত নই, এটা ভালো যে সে আমাদের সঙ্গে আছে।”

“যদি দলে একজন কেন্দ্রীয় চরিত্র রাখতে হয় এবং কোনো নামকে সবার ওপরে রাখতে হয়, সেটা তার। এটা সবারই জানা।”

“আমি জানতাম যে অন্তত বিরতির পর থেকে সে খেলবে। অবশেষে সে গোলটা করল – সবসময় সবখানেই সে গোল করে।”

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ কাম্প নউয়ে লিভারপুলের মুখোমুখি হবে বার্সেলোনা। অ্যানফিল্ডে ফিরতি পর্ব হবে ৭ মে।