লিভারপুলের বিপক্ষে কৌতিনিয়োর স্বরূপে ফেরার প্রত্যাশা ভালভেরদের

চলতি মৌসুমে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ফিলিপে কৌতিনিয়ো। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে স্বরূপে ফেরার আভাস দিয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার। সেমি-ফাইনালে সাবেক ক্লাব লিভারপুলের বিপক্ষে লড়াইয়ের আগে ব্রাজিলিয়ান তারকা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন বলে আশা করছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2019, 11:23 AM
Updated : 20 April 2019, 11:23 AM

গত বছরের জানুয়ারিতে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইংলিশ ক্লাবটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া কৌতিনিয়ো চলতি মৌসুমে শুরুর একাদশে নিয়মিত হতে পারেননি। খারাপ পারফরম্যান্সের জন্য ঘরের মাঠে সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাকে। স্প্যানিশ সংবাদ মাধ্যমেও তাকে নিয়ে সমালোচনা হয়েছে। 

তবে ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে চোটে পড়ার পর থেকে শুরুর একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন কৌতিনিয়ো। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন। ম্যাচটি ৩-০ গোলে জিতে দুই লেগ মিলে ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়ে ২০১৫ সালের পর প্রথমবারের মতো প্রতিযোগিতাটির শেষ চারে পা রাখে বার্সেলোনা।

১ মে সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে খেলবে কাতালান ক্লাবটি। আগামী ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব। ইউনাইটেডের বিপক্ষে নিজের পারফরম্যান্সে কৌতিনিয়োর আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন ভালভেরদে।

“অন্য সবাই যেভাবে আত্মবিশ্বাস পায়, খেলোয়াড়রাও তাই। যখন তারা নিজেদের কাজটা ঠিকঠাক মতো করে, ভালো খেলে, তখন আত্মবিশ্বাস দ্রুত বাড়ে। এরপর তাদের এমন আত্মবিশ্বাস থাকে যা হয়তো মৌসুমের অন্য সময়ে তাদের ছিল না।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ গোল করেছেন কৌতিনিয়ো। শনিবার নিজেদের পরের ম্যাচে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।