সোসিয়েদাদ ম্যাচের আগে সতর্ক বার্সা কোচ

চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে বার্সেলোনার। ছন্দ ধরে রেখে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের লক্ষ্য কাতালান ক্লাবটির। লা লিগায় আগের ম্যাচে পয়েন্ট তালিকার তলানির দল ওয়েস্কার মাঠে হোঁচট খাওয়ার পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাই সতর্ক দলটির কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2019, 09:30 AM
Updated : 20 April 2019, 10:12 AM

গত সপ্তাহে লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের ছাড়া খেলতে নেমে দুর্বল ওয়েস্কার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ঘরের মাঠ কাম্প নউয়ে সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। গত সেপ্টেম্বরে মৌসুমের প্রথম দেখায় সোসিয়েদাদের মাঠে ২-১ গোলে জিতেছিল বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

ছয় ম্যাচ হাতে রেখে লিগে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে ভালভেরদের দল। ১ মে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে খেলবে তারা। আগামী ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব। আর কোপা দেল রের ফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ভালেন্সিয়া।

তিন প্রতিযোগিতাতেই শিরোপা জিতে অসাধারণ কীর্তি গড়তে চান ভালভেরদে।

“ম্যাচটা শুধুই আরেকটা ম্যাচ নয়। শিরোপা জয়ের পথে এই ম্যাচ গুরুত্বপূর্ণ একটা ধাপ হতে পারে। আমরা সেটা জানি।”

“এখন পর্যন্ত চলতি মৌসুম আমাদের ভালো কাটছে… লিগে আমরা শীর্ষে আছি, আমরা একটা সুবিধা পেয়েছি। কিন্তু আমরা শেষ করতে চাই।”

“আমরা ইতিহাসে দুইবার ট্রেবল জিতেছি। এটা এমন কিছু নয় যে আপনি বলতে পারেন, আপনি এটা অনেকবার জিতেছেন।”

লিগে ৩২ ম্যাচে ২২ জয় ও ৮ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৪।