আয়াক্সের মাঠে ইউভেন্তুসের স্বস্তির ড্র

চোট কাটিয়ে ফিরেই আলো ছড়ালেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে হেডে দলকে নিলেন এগিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরল ম্যাচজুড়ে দারুণ খেলা আয়াক্স। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2019, 08:56 PM
Updated : 10 April 2019, 09:47 PM

ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বুধবার রাতের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ফিরতি লেগে আগামী ১৬ এপ্রিল ইউভেন্তুসের মাঠে মুখোমুখি হবে দুই দল। ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমি-ফাইনালে উঠবে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো ইতালির চ্যাম্পিয়ন ইউভেন্তুস। কিন্তু ফেদেরিকো বের্নারদেস্কির শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

বলের নিয়ন্ত্রণ রেখে ইউভেন্তুসের রক্ষণে চাপ দিতে থাকে আয়াক্স। ষষ্ঠ মিনিটে হাকিমের শট বাইরের জাল কাঁপায়। অষ্টাদশ মিনিটে মরক্কোর এই মিডফিল্ডারের বাঁকানো শট কর্নারের বিনিময়ে ফেরান ভয়চেখ স্ট্যাসনি।

৩৮তম মিনিটে আলেক্স সান্দ্রোর বাড়ানো বল রোনালদো ব্যাক হিল করার পর বের্নারদেস্কির শট পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশা বাড়ে ইউভেন্তুসের।

অবশেষে ৪৫তম মিনিটে গোলের অপেক্ষার অবসান হয় সর্বশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইউভেন্তুসের। ডান দিক থেকে জোয়াও কানসেলোর বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন চোটের কারণে ইউভেন্তুসের হয়ে গত পাঁচ ম্যাচ খেলতে না পারা রোনালদো।

প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আসরে পর্তুগিজ ফরোয়ার্ডের এটি পঞ্চম গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১২৫টি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ১৯৯৪-৯৫ মৌসুমে নিজেদের চতুর্থ এবং সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা আয়াক্স। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেস একাধিক ডিফেন্ডারের ফাঁক দিয়ে দারুণ শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন।

৫৩তম মিনিটে রদ্রিগো বেন্তাকুরকে ডি-বক্সের মধ্যে নিকোলাস তাগলিয়াফিকো ফাউল করলে পেনাল্টির জোরালো আবেদন করে ইউভেন্তুস। কিন্তু রেফারির সাড়া মেলেনি।

সমতায় ফেরা আয়াক্স শুরুর মতোই ইউভেন্তুসের রক্ষণে প্রচণ্ড চাপ দিতে থাকে। কিন্তু সান্দ্রো-বোনুচ্চি-কানসেলোর জমাট রক্ষণ ভাঙতে পারছিলেন না স্বাগতিক দলের ফরোয়ার্ডরা। আক্রমণভাগের শক্তি বাড়াতে ৭৪তম মিনিটে মিডফিল্ডার ব্লেইস মাতুইদিকে তুলে নিয়ে ফরোয়ার্ড পাওয়া দিবালাকে নামান ইউভেন্তুস কোচ।

৮২তম মিনিটে ইয়ুর্গেনের শট আটকে ইউভেন্তুসের ত্রাতা স্ট্যাসনি। একটু পর গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে ছিটকে দিয়ে দগলাস কস্তার নেওয়া শট দূরের পোস্টে লেগে ফিরলে বেঁচে যায় আয়াক্সও।

এ ড্রয়ে আয়াক্সের ওপর আধিপত্য ধরে রাখলো ইতালির দলটি। ইউরোপের প্রতিযোগিতায় আগের নয়বারের দেখায় কখনও নেদারল্যান্ডসের দলটির কাছে হারেনি ইউভেন্তুস। এর মধ্যে অবশ্য ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও আছে। সেবার রোমে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে জিতেছিল তুরিনের ক্লাবটি।

একই সময়ে হওয়া আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।