জয়ে ফিরল সাইফ

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে জিতেছে সাইফ স্পোর্টিং। একই দিনে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2019, 03:12 PM
Updated : 6 April 2019, 03:12 PM

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ও এএফসি কাপের জন্য লিগের খেলা বন্ধ ছিল এক মাস। শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সাইফ ও নোফেল স্পোর্টিংয়ের ম্যাচ দিয়ে ফের শুরু হয় লিগ।

ম্যাচের দ্বাদশ মিনিটে দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড পার্ক সেয়ুং-ইলের একমাত্র গোলে এগিয়ে যায় বিরতির আগে লিগে নিজেদের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে হারা সাইফ। ম্যাচের বাকিটা সময় ব্যবধান বাড়াতে না পারলেও স্বস্তির জয় পেয়েছে দলটি। ১০ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট সাইফের।

এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় রহমতগঞ্জ-ব্রাদার্স গোলশূন্য ড্র করে। ১০ ম্যাচে ৯ পয়েন্ট রহমতগঞ্জের। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে ব্রাদার্স।

৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিগের নবাগত দল বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।