আর্জেন্টিনার পরের ম্যাচে নেই মেসি

বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরে আর্জেন্টিনাকে জেতাতে পারলেন না লিওনেল মেসি। উল্টো চোট পেয়ে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড ছিটকে গেছেন পরের ম্যাচ থেকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2019, 04:05 AM
Updated : 23 March 2019, 10:38 AM

দাড়ি কামিয়ে নতুন চেহারায় ফেরা মেসি ম্যাচে তার প্রতিভার কিছু স্বাক্ষর রেখেছিলেন। তবে তা দলকে জেতাতে যথেষ্ট হয়নি। আতলেতিকো মাদ্রিদের স্টেডিয়াম ওয়ান্দা মেত্রোপলিতানোতে শুক্রবার রাতে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচ শেষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অধিনায়কের কুঁচকিতে ব্যথা অনুভব করার কথা জানায়।

মঙ্গলবার তানজিয়ারে বাংলাদেশ সময় রাত একটায় মরক্কোর বিপক্ষে ম্যাচে খেলবেন না মেসি। মিডফিল্ডার গনসালো মার্তিনেসও ঊরুর চোটে ছিটকে গেছেন বলে জানায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

গত বছরের জুন-জুলাইয়ে হওয়া রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে আর্জেন্টিনা ছিটকে পড়ার পর মেসি মাঝে দেশের হয়ে খেলেননি। দীর্ঘদিন পর ফেরাটা সুখকর হলো না পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের।