রিয়ালের ‘ভিএআর ভাগ্য’ নিয়ে চিন্তিত নন বার্সা কোচ

সাম্প্রতিক সময়ে ম্যাচে বেশ কয়েকটি ভিএআর সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের পক্ষে গেছে। তবে সে কারণে দলটির বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে নামার আগে মোটেও চিন্তিত নন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 10:12 AM
Updated : 27 Feb 2019, 10:12 AM

চার দিনের মধ্যে রিয়ালের বিপক্ষে তাদেরই মাঠে দুটি ম্যাচ খেলবে বার্সেলোনা। বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল। কাম্প নউয়ে প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। আর আগামী শনিবার লা লিগায় আবারও মুখোমুখি হবে তারা।

দুটি কাতালান দৈনিক ‘স্পোর্ত’ ও ‘মুন্দো দেপোর্তিভো’ তাদের প্রতিবেদনে লিখেছে, গত কয়েক সপ্তাহে ভিএআরে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত রিয়ালের পক্ষে যাওয়ায় চিন্তিত বার্সেলোনা।

গত রোববার লেভান্তের বিপক্ষে লিগ ম্যাচে এমনই এক সিদ্ধান্তে পেনাল্টি পায় রিয়াল। শেষ পর্যন্ত ম্যাচে সেটাই পার্থক্য গড়ে দেয়, ২-১ গোলে জেতে রিয়াল। ভিডিও রিপ্লেতে দেখা যায়, পরিষ্কারভাবে নিজের পড়ে যাওয়াটাকে অতিরঞ্জিত করেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তবে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

ওই ঘটনায় উল্টো চোট পান লেভান্তের মিডফিল্ডার শেইখ দুকুরে। ম্যাচের পর রিয়ালের দানি কারভাহাল দাবি করেন, ২৫ গজ দূর থেকে কাসেমিরোকে করা ওই ফাউলের আওয়াজ শুনতে পেয়েছিলেন তিনি।

কারভাহালের ওই মন্তব্য নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেন, “ওই বিষয়ে আমি আর কিছু বলব না। শুধু এটুকু বলব, আশা করি দুকুরে যেন যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠে।”

“তবে আমরা আসছে দুই ক্লাসিকোয় ভিএআর নিয়ে একেবারেই চিন্তিত নই। আমরা নির্ভার আছি। কারণ আমরা জানি বিতর্ক ফুটবল ও অন্যান্য খেলার সঙ্গে সবসময় জড়িয়ে থাকে। আমরা ম্যাচ দুটি জেতার চেষ্টা করব এবং বাকি সবকিছু ভুলে যাব।”