দিবালাকে খেলার স্বাধীনতা দিয়েছেন ইউভেন্তুস কোচ

ইউভেন্তুসে যোগ দেওয়ার পর পছন্দের পজিশনে খেলার স্বাধীনতা পেয়েছেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 04:14 AM
Updated : 20 Feb 2019, 04:14 AM

উয়েফার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির প্রশংসা করেন দিবালা।

“এখানে আসার পর প্রথম দিন থেকেই আমি যেখানে খেলতে চাই সেখানে খেলার স্বাধীনতা তিনি আমাকে দিয়েছেন।”

“আমি মনে করি, বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। আর ইউভেন্তুসের মতো একটা বড় ক্লাব যা অর্জন করার চেষ্টা করছে তার অংশ হতে পারার অনুভূতিটা একজন খেলোয়াড়ের জন্য সত্যি দারুণ।”

বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

টানা সাতবারের সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুস ১৯৯৬ সালে আয়াক্সকে হারিয়ে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। সেটি ছিল ক্লাবের ইতিহাসে প্রতিযোগিতাটির দ্বিতীয় শিরোপা। গত চার আসরে দুইবার ফাইনালে পৌঁছালেও শিরোপা ঘরে তুলতে পারেনি তুরিনের ক্লাবটি।