মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে রহমতগঞ্জের নাটকীয় ড্র

দুই গোল খেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 12:30 PM
Updated : 19 Feb 2019, 12:30 PM

প্রিমিয়ার লিগে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। প্রথমার্ধে দুই গোল করে মুক্তিযোদ্ধা সংসদ। দ্বিতীয়ার্ধে দুই গোল পায় রহমতগঞ্জ।

ম্যাচের চতুর্দশ মিনিটে রাকিব খানের রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতরে ফাঁকায় থাকা বালো ফামুসা ডান পায়ের শটে মুক্তিযোদ্ধা সংসদকে এগিয়ে নেন।

ছয় মিনিট পর জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর চিপ থেকে পাওয়া বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন কোত দি ভয়ার ফরোয়ার্ড ফামুসা।

২৪তম মিনিটে জাপানি মিডফিল্ডার কাতো সরাসরি লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় মুক্তিযোদ্ধা সংসদ। দলটির আক্রমণের ধারও কমে।

দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে সমতায় ফেরে রহমতগঞ্জ। ৫২তম মিনিটে ফয়সাল আহমেদের কর্নারে সোহেল রানার সাইড ভলি জালের দিকে ছুটছিল; শেষ দিকে মাথা ছোঁয়ান কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও।

এরপর সোহেল রানার ডান পায়ের জোরালো শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি হেডে স্কোরলাইন ২-২ করেন বদলি ফরোয়ার্ড চৌমরিন রাখাইন।

সাত ম্যাচে চার ড্রয়ে রহমতগঞ্জের পয়েন্ট ৪। ছয় ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৭।

মঙ্গলবার অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে টানা পাঁচ ম্যাচ জিতে আসা বসুন্ধরা কিংসকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় টিম বিজেএমসি।