চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপে আনুষ্ঠানিকতা সারতে গিয়ে কমল ম্যাচের সময়

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বেধনী দিনে আনুষ্ঠানিকতা সারতে গিয়ে কমাতে হয়েছে ম্যাচের সময়!

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 02:35 PM
Updated : 17 Feb 2019, 02:35 PM

৯০ মিনিটের বদলে ৫০ মিনিটে হওয়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

রোববার বিকালে ফেনীর ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে বিকালে স্বাগতিক ফেনী জেলা খেলা শুরুর ৪৫ সেকেন্ডে মিনহাজুলের গোলে এগিয়ে যায়। কিক অফ করেই পাল্টা আক্রমণে এক মিনিট ৮ সেকেন্ডে সৌরভের গোলে সমতা ফেরায় ব্রাহ্মণবাড়িয়া।

বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও আর কোন গোল হয়নি।

টুর্নামেন্টের প্রথম দিনের আনুষ্ঠানিকতা ও বক্তৃতা পর্ব সারতে গিয়ে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের অন্তত সোয়া এক ঘন্টা পর। পরে দুই দলের সম্মতিতে টুর্নামেন্ট কমিটি ম্যাচটি প্রতি অর্ধ ২৫ মিনিট করে নির্ধারণ করে।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় হওয়া এই টুর্নামেন্টে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, খাগড়াছড়ি, লক্ষীপুর, নোয়াখালী, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে।