ম্যানইউ ম্যাচে পিএসজির কাভানিকে নিয়ে শঙ্কা

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় এক দুশ্চিন্তায় পড়েছে পিএসজি। চোটের কারণে নেইমার ছিটকে যাওয়ার পর এবার আরেক ফরোয়ার্ড এদিনসন কাভানিকে নিয়ে শঙ্কা জেগেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2019, 01:25 PM
Updated : 10 Feb 2019, 02:10 PM

শনিবার ঘরের মাঠে লিগ ওয়ানে কাভানির স্পট কিকে করা একমাত্র গোলে বোর্দোকে হারায় পিএসজি। ৪২তম মিনিটে পেনাল্টি শটটি নেওয়ার পরপরই ঊরুর ব্যথায় মাঠ ছাড়েন উরুগুয়ের এই স্ট্রাইকার।

গত মাসে ডান পায়ের পঞ্চম মেটাটারসালে চোট পেয়ে প্রায় আড়াই মাসের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এবার শঙ্কা জাগলো এবারের লিগ ওয়ানে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১৭ গোল করা কাভানিকে নিয়ে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এটি প্যারিসের ক্লাবটির জন্য বড় ধাক্কা।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলবে নামবে পিএসজি।

কাভানির চোট প্রসঙ্গে পিএসজির কোচ টমাস টুখেল বলেন, “আমাদের অপেক্ষা করতে হবে। আমার কাছে ভালো খবর নেই।”

“সত্যিই আমি জানি না যে কাভানি খেলবে কি-না। হ্যা, এটা চিন্তার বিষয়। আমাদের আরেক জন এদি (এদিনসন কাভানি) নেই, যেমন নেই আরেক জন নেইমার।”