জরিমানা-কারাদণ্ড মেনে নিলেন রোনালদো

কর ফাঁকির দায়ে এক কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা ও ২৩ মাসের স্থগিত কারাদণ্ড মেনে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 12:05 PM
Updated : 22 Jan 2019, 12:26 PM

স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছেছিলেন রোনালদো। এরই আনুষ্ঠানিকতা সারতে মঙ্গলবার মাদ্রিদের একটি আদালতে হাজির হন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। তবে রোনালদোর কারাগারে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। স্পেনে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের ক্ষেত্রে দুই বছর বা এর নিচে সাজার ক্ষেত্রে সাধারণত কারাবাস হয় না।

প্রথমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়ার এবং পরে গাড়িতে করে আদালত ভবনে ঢোকার অনুমতি চেয়েছিলেন রোনালদো। কিন্তু বিচারক তা প্রত্যাখান করলে বান্ধবীকে নিয়ে হাজির হন গত বছর জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়া পর্তুগাল অধিনায়ক।

রোনালদো আগেই সমঝোতায় পৌঁছানোয় আদালতে অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। পরে সাংবাদিকদের তিনি ‘সবকিছু ঠিক আছে’ বলে জানান।

২০১৭ সালে রোনালদোর বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত মোট ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ওই বছরের জুলাইয়ে মাদ্রিদের একটি আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন।

২০১৭ সালে বার্সেলোনা তারকা লিওনেল মেসিকেও কর ফাঁকির দায়ে জরিমানা ও ২১ মাসের কারাদণ্ড দিয়েছিল স্পেনের একটি আদালত।