সব সময় জয়ের জন্য খেলে রিয়াল: কাসেমিরো

কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লেগানেসের মাঠে হারের পর নিজেদের সাম্প্রতিক বাজে অবস্থা মেনে নিচ্ছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাসেমিরো। তবে রিয়াল সব সময় জয়ের জন্যই মাঠে নামে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 12:20 PM
Updated : 17 Jan 2019, 12:20 PM

বুধবার রাতে স্প্যানিশ কাপ নামে পরিচিত প্রতিযোগিতায় ১-০ গোলে হারে রিয়াল। তবে দুই লেগ মিলে ৩-১ গোলে জিতে পরের রাউন্ডে পা রাখে সান্তিয়াগো সোলারির দল। গত সপ্তাহে প্রথম পর্বে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।

প্রতিপক্ষ যে দলই হোক চলতি মৌসুমের অবশিষ্ট সময়ে জয়ের বিকল্প নেই বলে মনে করেন কাসেমিরো।

“আমরা ম্যাচটা হারলাম কিন্তু পরের রাউন্ডে গেলাম।… যদি আমরা কেমন খেললাম তা নিয়ে কথা বলি, প্রথমার্ধে আমাদের গভীরতার অভাব ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো করেছি।”

“আমরা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করলাম।… আমরা জানি যে কোনো ম্যাচই সহজ নয়। এখন আমরা পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি।”

“আমরা সব সময় জয়ের জন্য খেলি। সত্যি কথা বলতে, আমরা খুব ভালো অবস্থায় নেই। কিন্তু আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছি, লা লিগায় কিছুটা পিছিয়ে আছি এবং এখন কোপা দেল রের পরের পর্বে পৌঁছালাম। এখন যা কিছুই ঘটুক, আমাদের শুধুই জিততে হবে, প্রতিপক্ষ যেই হোক না কেন।”