বিশাল জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2019 09:56 PM BdST Updated: 06 Jan 2019 10:09 PM BdST
ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির ক্লাব রদারহ্যাম ইউনাইটেডের জালে গোল উৎসব করে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার স্থানীয় সময় বিকালে তৃতীয় রাউন্ডের ম্যাচটি ৭-০ গোলে জেতে পেপ গুয়ার্দিওলার দল।
ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা সিটি প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দ্বাদশ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। কেভিন ডি ব্রুইনের পাস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান রাহিম স্টার্লিং।
৪৩তম মিনিটে ইলকাই গিনদোয়ানের উঁচু করে বাড়ানো বল ছোট ডি-বক্সের মুখে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। আলগা বল পা দিয়ে ঠেকাতে গিয়ে পারেননি গোলরক্ষক, বল চলে যায় গোললাইন পেরিয়ে। এর তিন মিনিট পর আত্মঘাতী গোল করে বসে অতিথিদের এক ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে স্টার্লিংয়ের বাড়ানো বল গোলমুখে পেয়ে অনায়াসে দলের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। ৭৩তম মিনিটে গিনদোয়ানের সঙ্গে বল দেওয়া নেওয়া করে স্কোরশিটে নাম লেখান রিয়াদ মাহরেজ। ৭৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
আর ৮৫তম মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লেরয় সানে।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় শনিবার নিজ নিজ ম্যাচে জিতে চতুর্থ রাউন্ডে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনাল।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- ইউক্রেইনের সেনা প্রত্যাহার, লিসিচ্যাংস্কে বড় জয় রাশিয়ার