‘সব ম্যাচ জেতার ক্ষমতা আছে ম্যানচেস্টার ইউনাইটেডের’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2019 08:01 PM BdST Updated: 04 Jan 2019 08:01 PM BdST
ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টানা চার ম্যাচ জয়ের স্বাদ পাওয়া উলে গুনার সুলশারের বিশ্বাস, সব ম্যাচ জেতার ক্ষমতা আছে তার দলের।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-০ গোলের জয়ে ক্লাবের ইতিহাসে মাত্র দ্বিতীয় কোচ হিসেবে নিজের প্রথম চার লিগ ম্যাচেই জয়ের কীর্তি গড়েন নরওয়ের এই কোচ। এই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল জড়ায় তার দল।
এমন শুরুর পর দলকে নিয়ে আত্মবিশ্বাসী ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইউনাইটেডে খেলে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সুলশার।
“আপনি যখন এমন একটি ক্লাবের দায়িত্বে আসবেন, তখন আপনি অনেক ম্যাচ জেতার আশা করবেন।”
“আর যখন আপনি টানা চার ম্যাচ জিতবেন, তখন আপনি পরের ম্যাচটাও জিততে চাইবেন।… আমি মনে করি, আমরা প্রতিটি ম্যাচই জিততে পারি।”
ডিসেম্বরে ব্যর্থতার দায়ে পর্তুগিজ কোচ জোসে মরিনিয়োকে বরখাস্ত করে ৪৫ বছর বয়সী সুলশারকে এ মৌসুমের শেষ পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ দেয় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
এবারের লিগে ২১ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’