লিভারপুলকে ধরতে সিটির হাতে অনেক ম্যাচ আছে: আগুয়েরো

প্রিমিয়ার লিগের মাঝ পথে এসে দুই দলের ব্যবধান ৭ পয়েন্টের। তবে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো মনে করেন শীর্ষে থাকা লিভারপুলকে ধরতে তাদের হাতে এখনও অনেক ম্যাচ বাকি আছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2019, 04:18 AM
Updated : 2 Jan 2019, 08:08 PM

২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিগের শিরোপাধারী সিটি। ইতিহাদ স্টেডিয়ামে দুই দল বৃহস্পতিবার রাতে মুখোমুখি হবে।

গত ডিসেম্বরে বড় তিনটি ধাক্কা খেয়েছে সিটি। চেলসি, ক্রিস্টাল প্যালেস ও লেস্টার সিটির কাছে হেরে লিগ শিরোপার দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে পেপ গুয়ার্দিওলার দল।

সাউথ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে ২০১৮ সাল শেষ করেছে সিটি। এ কারণে লিভারপুল ম্যাচ সামনে রেখে দল অনেক উজ্জীবিত বলে সিটির ওয়েবসাইটে জানালেন আগুয়েরো।

“অস্বীকার করছি না এটা দুই দলের জন্য অনেক বড় ম্যাচ। মৌসুমের শেষটা সামনে রেখে পয়েন্ট তালিকার ওপরের দিকে থাকা দুটি দলের মুখোমুখি ম্যাচের বড় একটা প্রভাব আছে।”

“আমরা যেভাবে চেয়েছিলাম, ডিসেম্বরটা সেভাবে যায়নি এবং আমাদের সামনে সুযোগ আছে ঘাটতি পুষিয়ে নেওয়ার। ফলে ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ।”

“কিন্তু আমরা এখন কেবল জানুয়ারিতে আছি এবং আমাদের সামনে প্রিমিয়ার লিগের অনেক ম্যাচ আছে। বর্তমান পরিস্থিতিতে দেখে মনে হচ্ছে তিন বা চারটি দল শিরোপা লড়াইয়ে থাকবে।”

“অবশ্যই আমরা জানতাম, গত বছরের সাফল্যের পুনরাবৃত্তি সহজ কাজ হবে না কিন্তু আমরা সবসময় সর্বোচ্চ সাফল্যের লক্ষ্য নির্ধারণ করি।”

লিগের একমাত্র অপরাজিত দল হিসেবে ২০১৯ সাল শুরু করবে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের হাত ধরে অলরেড খ্যাত দলটির শিরোপা লড়াইয়ে উঠে আসাটায় মোটেও বিস্মিত নন আগুয়েরো। বরং এটাই ইংলিশ প্রিমিয়ার লিগের সহজাত লড়াই বলে মনে করেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“আরও একবার এই মৌসুম দেখাচ্ছে প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক আসর।”