রোনালদো ব্যালন ডি’অরের যোগ্য ছিল: আল্লেগ্রি

ক্রিস্তিয়ানো রোনালদো এবারের ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ছিল বলে মনে করেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 08:24 AM
Updated : 5 Dec 2018, 08:24 AM

রোনালদো ও অঁতোয়ান গ্রিজমানকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ ব্যালন ডি’অর জিতে নেন। পর্তুগিজ ফরোয়ার্ড দ্বিতীয় হয়েছেন।

রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ ভূমিকা রাখেন মদ্রিচ। ক্রোয়েশিয়ার রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ওঠাতেও দারুণ অবদান ছিল ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারের।

তবে ইউভেন্তুসের কোচ আল্লেগ্রি মনে করেন রোনালদো ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ছিল। তবে ষষ্ঠবারের মতো পুরস্কারটি না পাওয়াটা তার শিষ্যকে আরও অনুপ্রাণিত করবে বলেও বিশ্বাস তার।

“রিয়াল মাদ্রিদের হয়ে সে যা করেছে তার জন্য আমি মনে করি সে ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিল। সে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল।”

“সত্যি বলতে বিশ্বকাপে সে পর্তুগালের হয়ে বেশি দূর যেতে পারেনি। এরপরও আমি মনে করি সে এটার যোগ্য ছিল।”

“কিন্তু আমি মনে করি এটা (না পাওয়াটা) এই মৌসুমে তাকে আরও ভালো করার এবং ইউভেন্তুসের হয়ে পরের ব্যালন ডি’অর জেতার জন্য একটা অনুপ্রেরণা হতে পারে।”

গত জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর দলটির হয়ে এ পর্যন্ত ১৮ ম্যাচে ১১ গোল করেছেন রোনালদো।