চট্টগ্রাম আবাহনীকে বিদায় করে সেমিতে শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2018 07:16 PM BdST Updated: 10 Nov 2018 07:16 PM BdST
গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জিতে শেখ রাসেল। আগামী রোববার বসুন্ধরা কিংস-টিম বিজেএমসির মধে চতুর্থ কোয়ার্টার-ফাইনালের জয়ী দলের সঙ্গে শেষ চারে খেলবে হবে তারা।
গোলশূন্য প্রথমার্ধের পঞ্চম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল দি সিলভা ক্রসবারের ওপর দিয়ে বল উড়িয়ে মারলে শেখ রাসেলের সেরা সুযোগটি হয়।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এগিয়ে যায় প্রতিযোগিতার ২০১২ সালের চ্যাম্পিয়নরা। বাঁ দিক উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশেরের ক্রস এক ডিফেন্ডার হয়ে ডি বক্সে পেয়ে যান রাফায়েল ওডোইন। জটলার মধ্য থেকে নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের শট মুফতা লাওয়ালের গায়ে লেগে জাল খুঁজে নেয়।
৬৬তম মিনিটে প্রতি আক্রমণ থেকে সতীর্থের বাড়ানো বলে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ গোলরক্ষক বরাবর শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন।
৭০তম মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে মোমোদু বাহর সঙ্গে লাফিয়ে ওঠা অ্যালিসন উডোকার মধ্যে সংঘর্ষ হয়। ব্যথা পেয়ে মাঠ ছাড়েন চট্টগ্রাম আবাহনীর গাম্বিয়ার মিডফিল্ডার মোমোদু।
দ্বিতীয়ার্ধের যোগ সময়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা বদলি মিডফিল্ডার নাজমুল হোসেন রাসেলের শট আশরাফুল ইসলাম রানার গ্লাভসে জমে গেলে চট্টগ্রাম আবাহনীর ম্যাচে ফেরার শেষ সুযোগটিও নষ্ট হয়।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত