ইউভেন্তুসের বিপক্ষে জেতার জন্য ইউনাইটেড কিছুই করেনি: রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2018 04:31 PM BdST Updated: 08 Nov 2018 04:31 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইউভেন্তুসের বিপক্ষে শেষ মুহূর্তের দুই গোলে নাটকীয় জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি জেতার জন্য কিছুই করেনি বলে মনে করেন তুরিনের ক্লাবটির ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
বুধবার রাতে ইউনাইটেডের ২-১ গোলে জেতা ম্যাচের ৬৫তম মিনিটে রোনালদোর ভলিতে এগিয়ে গিয়েছিল ইউভেন্তুস। পরে বদলি নামা হুয়ান মাতার ৮৬তম মিনিটের দারুণ ফ্রি-কিকে সমতায় ফেরে ইংলিশ ক্লাবটি। এর তিন মিনিট পর আলেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে জয় পায় তারা।
ম্যাচটিতে নিজের সাবেক ক্লাবের খেলার ধরণে সন্তুষ্ট নন রোনালদো। তবে শেষের দুই গোলের আগেই মাচের লাগাম নিজেদের টেনে নেওয়া উচিত ছিল বলেও মনে করেন পর্তুগিজ তারকা।
“আমরা ম্যাচের ৯০ মিনিট আধিপত্য করলাম। অনেক সুযোগ পেয়েছিলাম। তিন-চারবার ম্যাচ শেষ করে দিতে পারতাম। কিন্তু আমরা নির্ভার হয়ে পড়ি ও শাস্তি পাই।”
“ম্যাচটি জেতার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড কিছুই করেনি। এমনকি আপনি ভাগ্যের বিষয়েও বলতে পারেন না। কারণ ভাগ্যকে আপনার নিজেরই খুঁজে বের করতে হবে। আর এক্ষেত্রে আমরা তাদেরকে এটা উপহার দিয়েছিলাম।”
“এখন আমাদের মাথা উঁচু করে রাখতে হবে। কারণ আমরা আসলেই ভালো খেলেছি এবং এখনও আমরা গ্রুপের শীর্ষে আছি।”
চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে ইউভেন্তুস। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৫।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ