জানুয়ারির দল-বদলে চোখ বার্সা কোচের

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একজন ডিফেন্ডার ও আক্রমণভাগে লুইস সুয়ারেসের উত্তরসূরি খুঁজছে বার্সেলোনা। এমন গুঞ্জনের মাঝে কোচ এরনেস্তো ভালভেরদেও জানালেন, আসছে জানুয়ারির দল-বদলে নির্দিষ্ট পরিকল্পনা আছে লা লিগা চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2018, 04:13 PM
Updated : 2 Nov 2018, 04:13 PM

পাকো আলকাসেরকে ধারে বরুশিয়া ডর্টমু্ন্ডে পাঠানোয় ক্লাবটির স্ট্রাইকার পজিশনে সুয়ারেসের একমাত্র বিকল্প মুনির এল হাদ্দাদি। সংবাদ মাধ্যমগুলোর খবর, বার্সেলোনার পছন্দের তালিকায় আছেন জার্মান ফরোয়ার্ড টিমো ভেরনার ও ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেস।

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলে অবদান রাখা সুয়ারেসের পারফরম্যান্সে দারুণ খুশি ভালভেরদে। তবে আসন্ন দল-বদলে চোখ রাখতে আপত্তি নেই তার।

“বার্সেলোনা দল-বদলের বাজার সম্পর্কে সবসময় সতর্ক এবং পরিকল্পনাও করছে তারা। এটা যৌক্তিক একটা বিষয়, শুধু লুইসের জন্যই নয়। সে দারুণ ছন্দে আছে।”

“সে উঁচু মানের ফুটবল খেলছে। পরে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব।”

আর বিশেষ করে দুই সেন্টারব্যাক বেলজিয়ামের টমাস ভারমালেন ও ফ্রান্সের সামুয়েল উমতিতির চোটের বিষয় ভাবনায় নিয়ে নতুন ডিফেন্ডার দলে আনার সম্ভাবনাও উড়িয়ে দেননি ভালভেরদে।

“আমরা উমতিতি ও ভারমালেনের সেরে ওঠার অপেক্ষায় আছি। আমি চাই, যত দ্রুত সম্ভব তারা সেরে উঠুক।তাদেরকে নিয়ে আমরা খুশি।”

“বার্সেলোনার সবসময় দল-বদলে মনোযোগী হওয়া উচিত।”