অনুশীলনে ফিরলেন মেসি

হাতে চোট পেয়ে ছিটকে পড়ার ১১ দিন পর অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2018, 02:31 PM
Updated : 31 Oct 2018, 02:31 PM

গত ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে বল দখলের লড়াইয়ে পড়ে গিয়ে মেসির ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরা পড়ে। বুধবার ফিরে একা কিছুক্ষণ ফিটনেস অনুশীলন করেন বার্সেলোনা তারকা। বল নিয়েও কিছু কাজ করেন তিনি।

তিন সপ্তাহের মধ্যে ম্যাচে ফেরার পথে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। তবে একটি সুত্রের বরাত দিয়ে ইএসপিএন এফসি জানিয়েছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সেরে ওঠা নিয়ে কোনোরকম ঝুঁকি নিচে চায় না দল।

বুধবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় কোপা দেল রেতে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির ক্লাব কুলতুরাল লেওনেসার বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর আগামী শনিবার লা লিগায় তারা খেলবে রায়ো ভায়েকানোর বিপক্ষে।

এই দুই ম্যাচের কোনেটিতেই খেলবেন না মেসি। তবে আগামী মঙ্গলবার ইন্টার মিলানের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ফিরতি লেগে তার খেলা নিয়ে আশা জেগেছে।

মেসি চোট পাওয়ার পর মাঝে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে বার্সেলোনা। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের বিপক্ষে ২-০ গোলে জেতার পর গত রোববার লিগে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দেয় কাতালান ক্লাবটি।