‘ইন্টারের বিপক্ষে জয় ক্লাসিকোয় আত্মবিশ্বাস জোগাবে বার্সাকে’

মৌসুমে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে পাওয়া জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2018, 12:40 PM
Updated : 25 Oct 2018, 12:40 PM

আগামী রোববার কাম্প নউয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে ভালোই প্রস্তুতি নিয়েছে বার্সেলোনা। চোটে ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়ক নিওনেল মেসির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া রাফিনিয়া বিরতির আগেই দলকে প্রথম গোল এনে দেন। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্দি আলবা।

দারুণ ছন্দে থাকা মেসি না থাকা সত্ত্বেও দল ভালো অবস্থায় আছে বলে মনে করেন রাফিনিয়া। একই সঙ্গে বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পাওয়ায় উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি।

“শুরুর একাদশে জায়গা পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।”

“এই ফল আমাদের সবাইকে দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে। আর রোববার যখন ক্লাসিকো শুরু হবে, এর জন্য আমাদের আত্মবিশ্বাস অনেক উপরে থাকবে।”

“চ্যাম্পিয়ন্স লিগ আমাদের কাছে বিশেষ কিছু। অবশ্য অন্য প্রতিযোগিতাগুলোও গুরুত্বপূর্ণ।”