আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হারের হতাশা আছে। তবে জেদ্দার ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি লিওনেল স্কালোনি। দলের ভবিষ্যৎ নিয়েও দারুণ আশাবাদী আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 10:12 AM
Updated : 17 Oct 2018, 11:46 AM

সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গলবারের প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে ১-০ ব্যবধানে হারে আর্জেন্টিনা।

জিওভানি লো সেলসো এবং পাওলো দিবালা গোল করার খুব কাছাকাছি এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভেদে ব্যর্থ হন। তবে তরুণ ও অনভিজ্ঞ দলটির ভবিষ্যত নিয়ে দারুণ আশাবাদী স্কালোনি।

"আজ আমরা যেটা করেছি সেটা দিয়ে আমরা সারা পৃথিবী জয় করতে সক্ষম।"

"ম্যাচের ফল মূখ্য নয় কিন্তু তার মানে এই নয় যে এ ধরনের হার কষ্ট দেয় না।"

শিষ্যদের প্রচেষ্টায় খুশি স্কালোনির দাবি, ব্রাজিলের সঙ্গে লড়েছে তার দল।

"ছেলেরা ব্রাজিলের সঙ্গে সমানে সমান লড়াই করেছে, যে দলের আমাদের চেয়ে অনেক বেশি কিছু আছে। আমি ভীষণ রোমাঞ্চিত এবং ছেলেরা যে কাজ করেছে তা নিয়ে খুশি।"