ব্রাজিলের খেলা বিশ্লেষণ করবে আর্জেন্টিনা

সৌদি আরবের বিপক্ষে ব্রাজিলের খেলা আর্জেন্টিনা বিশ্লেষণ করবে বলে জানিয়েছেন দলটির ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 11:58 AM
Updated : 12 Oct 2018, 11:58 AM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় জেদ্দায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে বৃহস্পতিবার ইরাককে ৪-০ গোলে হারায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে তিন ম্যাচে অপরাজিত রয়েছে তারা।

বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় দলের শুরুর একাদশে জায়গা পেয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করেন মার্তিনেস। ম্যাচের অষ্টাদশ মিনিটে দারুণ হেডে দলকে এগিয়ে নেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। বিরতির পর রবের্তো পেরেইরা, হের্মান পেস্সেইয়া ও ফ্রাঙ্কো সেরভির গোলে বড় জয় পায় আর্জেন্টিনা।

ম্যাচের পর সাংবাদিকদের মার্তিনেস বলেন, “আমার অভিষেক ম্যাচে গোল পাওয়াটা গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস অর্জন ও উন্নতি করাটা চালিয়ে যেতে জয় পাওয়া গুরুত্বপূর্ণ।”

“আমরা খুব কঠিন একটি প্রতিপক্ষ ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছি। আমাদের পরিশ্রম করাটা চালিয়ে যেতেই হবে। তাতে করে আমরা আমাদের সেরাটা দিতে পারব। ব্রাজিল কিভাবে খেলে, আগামীকাল (শুক্রবার) আমরা তা দেখব এবং বিশ্লেষণ করব।”

শুক্রবার বাংলাদেশ সময় রাতে ১২টায় রিয়াদে স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।