ফ্রান্সের কোচের মুখেও এমবাপে বন্দনা

এ মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপেকে প্রশংসায় ভাসিয়েছিলেন কোচ টমাস টুখেল। এবার একজন টিনএজার হিসেবে ফরাসি ফরোয়ার্ডের অর্জনকে অসাধারণ বললেন জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 10:40 AM
Updated : 9 Oct 2018, 10:40 AM

রোববার লিগ ওয়ানে অলিম্পিক লিওঁর বিপক্ষে দুর্দান্ত খেলেন এমবাপে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের মধ্যে চার গোল করে পিএসজিকে বড় জয় এনে দেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। লিগ ওয়ানের কোনো ম্যাচে গত ৪৫ মৌসুমে চার গোল করতে পারেনি এমবাপের চেয়ে কম বয়সী কেউ।

এরই মধ্যে দুটি লিগ ওয়ান ও একটি বিশ্বকাপ জিতেছেন এই তরুণ। অল্প বয়সে এমবাপের এত অর্জনে মুগ্ধ দেশম।

“কিলিয়ান কিছু অসাধারণ কাজ করছে। এত কম বয়সে সে যা করতে পারে তা স্বাভাবিক না।”

“আপনি তাকে কোনো তালিকায় ফেলতে পারবেন না। তার মতো একজন খেলোয়াড় কদাচিৎ আসে। আমি সৌভাগ্যবান কারণ সে ফরাসি এবং সে আমাদের দলে খেলে।”

“অনেক কিলিয়ান আছে। কিন্তু কিলিয়ান এমবাপে একজনই। সে দারুণ সব কাজ করছে। এখন পর্যন্ত সে যা অর্জন করেছে তা অসাধারণ।”

চলতি মৌসুমে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে সাত ম্যাচে ১০ গোল করেছেন এমবাপে।