ভালেন্সিয়ার মাঠে এগিয়ে ছিল বার্সা, দাবি রাকিতিচের

ভালেন্সিয়ার সঙ্গে দলের ড্রয়ের পর হতাশ বার্সেলোনার ইভান রাকিতিচ। প্রতিপক্ষের মাঠে নিজেরা এগিয়ে ছিলেন বলে দাবি করেছেন ক্রোয়াট এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 02:31 PM
Updated : 8 Oct 2018, 02:31 PM

লা লিগায় রোববারের ম্যাচটিতে ১-১ গোলে ড্র হয়। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া দলকে প্রথমার্ধে সমতায় ফেরান লিওনেল মেসি।

স্পেনের শীর্ষ লিগে টানা চার ম্যাচে জয়হীন রইল বার্সেলোনা। ভালেন্সিয়ার বিপক্ষে ভালো খেলেও পুরো তিন পয়েন্ট না পাওয়ায় ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন রাকিতিচ।

"আমি মনে করি, আমরা যে শ্রেষ্ঠত্ব দেখিয়েছি তাতে তিন পয়েন্ট না পাওয়াটা হতাশার।"

"এটা দুর্ভাগ্য যে, তারা খুব সহজেই আমাদেরকে আঘাত করতে পেরেছে। গোলটা ছিল হতাশাজনক।"

চার দিন আগে লিওনেল মেসির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় বার্সেলোনা। লিগে ফিরে আবারও পয়েন্ট হারাল এরনেস্তো ভালভেরদের দল।

এই নিয়ে গত ১২ দিনে চারটি ম্যাচ খেলল বার্সেলোনা। তবে ভালেন্সিয়ার মাঠে পয়েন্ট হারানোর জন্য ক্লান্তিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না রাকিতিচ।

"আমরা জানি বিষয়টা কেমন আর এটা নতুন কিছু নয়। ভ্রমণ থাকবেই আর এটা ফুটবলেরও সৌন্দর্যে যে আপনি প্রতি চার দিনে একটা ম্যাচ খেলেন।"

"পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইটা দারুণ। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। লিগের অন্যতম সেরা দলটির মাঠে আমরা এগিয়ে ছিলাম।”

আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া।