ব্যালন ডি’অর, কেন নয়: এমবাপে

অলিম্পিক লিওঁর বিপক্ষে লিগ ওয়ানে চার গোল করার পর পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে জানিয়েছেন যে এক সময় ব্যালন ডি’অর জয়ের লক্ষ্য ছিল তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 09:10 AM
Updated : 8 Oct 2018, 09:10 AM

রোববার প্যারিসে নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচটিতে ৫-০ গোলে জয় পায় পিএসজি। নবম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ১৩ মিনিটের মধ্যে চার গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন এমবাপে। এতে প্রথম দল হিসেবে ফ্রান্সের শীর্ষ লিগে মৌসুমে নিজেদের প্রথম নয় ম্যাচের সবগুলোতে জয় পাওয়ার রেকর্ড গড়ে টমাস টুখেলের দল।

একসময় ব্যালন ডি'অর জিততে চাইতেন বলে ম্যাচের পরে জানান এমবাপে।

“ব্যালন ডি'অর? কেন নয়? আমি কোনো কিছুই (জয়ের সম্ভাবনা) বাদ দেইনি ।”

“আমি উন্নতি করা ও খেলা অব্যাহত রাখব। যদি এটা আসে, আসবে। আর যদি না আসে, কোনো সমস্যা নেই।”

লিওঁর বিপক্ষে দারুণ এক রেকর্ড গড়েছেন এমবাপে। গত ৪৫ মৌসুমের মধ্যে সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানের কোনো ম্যাচে চার গোল করেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।