স্পেন দলে ফিরলেন কোকে, নেই কস্তা

ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য স্পেন দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের মিডফিন্ডার কোকে। জায়গা হয়নি তার ক্লাব সতীর্থ দিয়েগো কস্তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 04:21 PM
Updated : 4 Oct 2018, 04:21 PM

আগামী বৃহস্পতিবার কার্ডিফে প্রীতি ম্যাচে ওয়েলসের মুখোমুখি হবে স্পেন। ১৫ অক্টোবর নেশনস লিগে ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

রাশিয়া বিশ্বকাপে স্পেনের হতাশাজনক পারফরম্যান্সের পর দলটির কোচের দায়িত্বে এসে অগাস্টের শেষ দিকে ২৪ সদস্যের দল ঘোষণা করেছিলেন লুইস এনরিকে। তখন ডাক পাননি কোকে।

কস্তা নেই চোটের কারণে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ান ক্লাব ব্রুজের বিপক্ষে আতলেতিকোর ৩-১ ব্যবধানের জয়ে অঁতোয়ান গ্রিজমানের গোলে অবদান রাখার পর উরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এনরিকের দলে জায়গা হয়নি বার্সেলোনার জর্দি আলবার। তার লেফট-ব্যাকে পজিশনে নেওয়া হয়েছে চেলসির মার্কোস আলোনসো ও ভালেন্সিয়ার হোসে গায়াকে।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ডিফেন্ডার জনি কাস্ত্রো অতো। দলে ফিরেছেন সেন্টার-ব্যাক মার্ক বারত্রা ও স্ট্রাইকার পাকো আলকাসের।

ম্যাচ দুটির জন্য ডাক পাননি রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় দানি কারভাহাল ও ইসকো।

স্পেন দল:

গোলরক্ষক: কেপা আরিসাবালাগা (চেলসি), পাউ লোপেস (রিয়াল বেতিস), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)

ডিফেন্ডার: সেসার আসপিলিকুয়েতা (চেলসি), জনি কাস্ত্রো অতো (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), হোসে গায়া (ভালেন্সিয়া), মার্কোস আলোনসো (চেলসি), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্ক বারত্রা (রিয়াল বেতিস), রাউল আলবিওল (নাপোলি), নাচো ফের্নান্দেস (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার: সের্হিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রিগো (আতলেতিকো মাদ্রিদ), কোকে (আতলেতিকো মাদ্রিদ), দানি সেবাইয়োস (রিয়াল মাদ্রিদ), তিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), সাউল নিগেস (আতলেতিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড: মার্কো আসেনসিও (রিয়াল মাদ্রিদ), আলভারো মোরাতা (চেলসি), রদ্রিগো মরেনো (ভ্যালেন্সিয়া), সুসো (এসি মিলান), ইয়াগো আসপাস (সেল্তা ভিগো), পাকো আলকাসের (বরুসিয়া ডর্টমুন্ড)