'আর্জেন্টিনার হয়ে আবার খেলবে মেসি'

রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি লিওনেল মেসি। তবে সময়ের অন্যতম সেরা এই ফুটবলার আর্জেন্টিনার হয়ে আবারও খেলবেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 12:54 PM
Updated : 3 Oct 2018, 12:54 PM

মেসিকে ছাড়াই সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। চলতি মাসে হতে যাওয়া ইরাক ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও নেই বার্সেলোনা ফরোয়ার্ড।

রাশিয়া বিশ্বকাপে আশানুরূপ ছিল না মেসির পারফরম্যান্স। ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপে দল ও নিজের হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু বলেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

আন্তর্জাতিক ফুটবলে মেসির ভবিষ্যৎ প্রসঙ্গে ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে ভালভেরদে বলেন, "মেসি জাতীয় দলে না গেলে বার্সেলোনার জন্য সে আরও বেশি বিশ্রাম পেতে পারে। তবে আমরা জানি, সে জাতীয় দলে ফিরতে চায় এবং সে ফিরবে। বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো খবর হলো, মেসি যদি জাতীয় দলে ফেরে তাহলে সে সুখী হবে। আর এমনটাই আমরা চাই।"

"আমরা চাই, সে যেখানেই থাকুক না কেন ভালো করুক। সে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অনেক কিছু করতে চায়।"

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়া সম্প্রতি জানান, জাতীয় দলে মেসির ফেরা নিয়ে কোনো সন্দেহ নেই তার। তবে দলটির অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি চলতি সপ্তাহের শুরুর দিকে জানান, মেসি আবারও জাতীয় দলের হয়ে খেলবেন কি-না বা ফিরলে কবে নাগাদ ফিরবেন এ নিয়ে কোনো ইঙ্গিত দেননি।  

২০০৫ সালের অগাস্টে আর্জেন্টিনা দলে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১২৮ ম্যাচ খেলে ৬৫টি গোল করেছেন মেসি।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ ফর্মে আছেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। এখন পর্যন্ত করেছেন ছয় ম্যাচে আট গোল।