আরও গোল না পাওয়ার আক্ষেপ বাংলাদেশ কোচের
ক্রীড়া প্রতিবেদক সিলেট থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2018 11:02 PM BdST Updated: 02 Oct 2018 12:37 AM BdST
শুরুর একাদশে থাকা তিন ফরোয়ার্ড প্রতিপক্ষের রক্ষণে চাপ অব্যাহত রাখলেও জালের নাগাল পাননি। মিডফিল্ডার বিপলু আহমেদের একমাত্র গোলে আসে স্বস্তির জয়। লাওসকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে শুভসূচনা করার পর তাই কোচ জেমি ডের কণ্ঠে আরও গোল না পাওয়ার আক্ষেপ।
Related Stories
সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার গোল্ড কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ৫৯তম মিনিটে বিপলু কাঙিক্ষত গোল এনে দেওয়ার আগে একাধিক সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ডরা। যার শুরুটা ছিল একাদশ মিনিটে; এক ডিফেন্ডারকে কাটিয়ে নাবীব নেওয়াজ জীবনের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে।
২২তম মিনিটে বিপলুর ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি আরেক ফরোয়ার্ড রবিউল হাসান। একটু পর শুরুর একাদশে থাকা আরেক ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়ান। ২৯তম মিনিটে দুর্বল শটে আবারও দলকে হতাশ করেন জীবন। দ্বিতীয়ার্ধের শুরুতে জীবনের আড়াআড়ি পাসে সুফিলের জোরালো শটও যায় পোস্টের বাইরে দিয়ে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তাই আরও গোল না পাওয়ার হতাশা জানান জেমি।
“গোলের জন্য আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। ফিনিশিং ভালো হতে পারত; কিন্তু সেটা হয়নি বলে আরও গোল পাইনি। শুরুতে আমাদের খেলা একটু ধীরগতির ছিল। শুরুর ফরমেশনে (৪-২-৩-১) আমাদের গোল পেতে সমস্যা হচ্ছিল। এ কারণে পরে আমরা ফরমেশন (৪-৪-২) চেঞ্জ করেছি।”
গ্রুপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফিলিপিন্সের মুখোমুখি হবে লাওস। ওই ম্যাচে লাওস হারলে ফিলিপিন্স ও বাংলাদেশ নিজেদের মধ্যে ম্যাচ বাকি থাকতেই সেরা চারে উঠে যাবে। এই সমীকরণ মাথায় রেখে স্বস্তির জয়ে খুশি জেমি।
“তবে দল জেতায় আমি খুশি। কেননা এমনও হতে পারে এই জয়ের কারণে আমাদের সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যেতে পারে। তবে সব মিলিয়ে ছেলেরা ভালো খেলেছে। মাঠে তাদের সামর্থ্য দেখিয়েছে। ছেলেরা অনেক পরিশ্রম করেছে এবং সে পরিশ্রমের ফল পেয়েছে।”
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল