চেলসির মাঠে শেষ সময়ের গোলে লিভারপুলের ড্র

চলতি বছর চেলসির কাছে আগের দুই ম্যাচে হারা লিভারপুল ছিল আরেকটি পরাজয়ের খুব কাছে। শেষ সময়ে বদলি নেমে ম্যাচের চিত্রটা পাল্টে দিয়েছেন ড্যানিয়েল স্টারিজ। তার অসাধারণ এক গোলে হার এড়িয়েছে লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2018, 07:13 PM
Updated : 29 Sept 2018, 07:13 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এদেন আজারের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় চেলসি। এরপর স্টারিজের ওই গোলে সমতা ফেরায় লিভারপুল। চলতি আসরে লিগে এই প্রথম পয়েন্ট হারাল দলটি।  

স্ট্যাম্পফোর্ড ব্রিজে শনিবার রাতে আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। প্রথম দিকে আক্রমণে এগিয়ে ছিল লিভারপুল। অতিথিরা কয়েকবার কঠিন পরীক্ষায় ফেলে চেলসির রক্ষণকে।

আক্রমণে পিছিয়ে থাকলেও প্রথম ভালো সুযোগ কাজে লাগিয়ে অতিথিদের টেক্কা দেয় মাওরিসিওর শিষ্যরা। ২৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে বল পেয়ে দৌড়ে অনেকটা এগিয়ে কোনাকুটি শটে জাল খুঁজে নেন আজার। ঝাঁপিয়ে আঙুল ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি আলিসন।

৩৫তম মিনিটে গোলের দেখা প্রায় পেয়েই যাচ্ছিল লিভারপুল। গোল লাইনের সামনে থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর শট কোনোমতে ঠেকিয়ে দেন ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার।

দ্বিতীয়ার্ধে রক্ষণে বেশি মনোযোগী হয়ে পড়ে চেলসি। সুযোগ কাজে লাগিয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে ক্লপের শিষ্যরা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে যেন তালগোল পাকাচ্ছিলেন মোহামেদ সালাহ, ফিরমিনো, সাদিও মানেরা।

খেলার ধারার বিপরীতে ৬৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসে যায় আজারের সামনে। প্রতি আক্রমণ তিনি যখন বল পান সামনে ছিলেন কেবল আলিসন। এবার ব্যর্থ হননি ব্রাজিলিয়ান গোলরক্ষক, পা দিয়ে ব্যর্থ করে দেন আজারের কোনাকুনি গড়ানো শট।

লিভারপুলের একের পর এক আক্রমণ ঠেকিয়ে চেলসি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল জয়ের দিকে। ৮৬তম মিনিটে নেমে খেলার মোড় ঘুরিয়ে দেন স্টারিজ। ৮৯তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে তার জোরালো বাঁকানো শট ক্রসবারের ঘেঁষে বল জড়ায় জালে। ঝাঁপিয়েও নাগালে পাননি চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে লিভারপুল। দিনের অন্য ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে আছে।

টানা দুই ম্যাচে ড্র করা করা চেলসি ১৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

দিনের অন্য ম্যাচে হাডার্সফিল্ড টাউনের কাছে ২-০ গোলে হারা টটেনহ্যাম ১৫ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ গোলে জেতা আর্সেনাল গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে রয়েছে।

দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড আছে ১০ নম্বরে।