‘প্রতিপক্ষকে বিরক্ত করে ছাড়ে নেইমার’

নেইমারের খেলার ধরন প্রতিপক্ষের খেলোয়াড়দের অতিষ্ঠ করে তোলে বলে মনে করেন পিএসজিতে তার সতীর্থ তমা মুনিয়ে। তবে তা নিজেদের জন্য উপকারী হওয়ায় বেলজিয়ামের এই ডিফেন্ডার চান না, নেইমার তার খেলার ধরন পরিবর্তন করুক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 04:53 PM
Updated : 27 Sept 2018, 04:53 PM

বুধবার স্তাদ দে রাঁসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চলতি মৌসুমে লিগ ওয়ানে টানা সপ্তম জয় তুলে নেয় পিএসজি। স্পট কিক থেকে দলের দ্বিতীয় গোলটি করেন নেইমার।

আক্রমণভাগে নেইমারের দক্ষতা প্রতিপক্ষ ডিফেন্ডারদের মধ্যে হতাশা সৃষ্টি করে বলে মনে করেন রাইট-ব্যাক মুনিয়ে।

“সে প্রতিপক্ষের জন্য একজন হতাশা সৃষ্টিকারী খেলোয়াড়। সে বল পায়ে হঠাৎ থেমে যেতে পারে।…এটা বেশ বিরক্তিকর। আমি সেটা বুঝতে পারি। এটা আমাদের জন্য একটা সুবিধাও।”

“তার জন্য দুই বা তিনজন খেলোয়াড় হলুদ কার্ড পায়। এরপর তাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হয়। নেইমার এ থেকে সুবিধা নিতে পারে।”

“সে জানে কিভাবে একটু কৌশলী হতে হয়। এটা আমাদের জন্য ভালো। আর সে সত্যি এটা খুব ভালোভাবে করে।”

শনিবার লিগ ওয়ানে নিসের মাঠে পরের ম্যাচ খেলবে পিএসজি।