মানসিকভাবে রোনালদো অন্যদের চেয়ে শক্তিশালী: আল্লেগ্রি

ফ্রেসিনোনের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখানো ক্রিস্তিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। তার দৃষ্টিতে, মানসিক দিক থেকে যে কারোর চেয়ে শক্তিশালী পর্তুগিজ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 11:56 AM
Updated : 24 Sept 2018, 11:56 AM

নিজেদের মাঠে রোববার সেরি আর ম্যাচটি ২-০ গোলে জেতে ইউভেন্তুস। ৮১তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পর ফেদেরিকো বের্নারদেস্কির গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। 

ভালেন্সিয়ার বিপক্ষে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে হালকা ধাক্কা দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। ১৫৪ ম্যাচের চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে চোখের জলে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। ফ্রেসিনোনের বিপক্ষে দলকে এগিয়ে দেওয়া গোলে সেই দুঃখই যেন কিছুটা ঘোচালেন রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়।

ম্যাচটিতে গোলের লক্ষ্যে একের পর এক শট নেওয়া রোনালদো প্রসঙ্গে আল্লেগ্রি বলেন, "সে বেশ কিছু সুযোগ মিস করেছে। কিছু ক্ষেত্রে সে দুর্ভাগা ছিল। তবে তার এই শক্তিই আসল, সে সবসময় ম্যাচে থাকে। এমনকি সে সরাসরি গোল করতে না পারলেও।"

দৃঢ় মানসিকতার কারণেই শেষ পর্যন্ত রোনালদো গোলটি করতে পেরেছে বলে মনে করেন আল্লেগ্রি।

"কারণ শেষ দিকে এমন একটি গোল করার অর্থ অন্যদের চেয়ে তার মানসিকতা দৃঢ়।"

এ নিয়ে সেরি আয় গত দুই ম্যাচে রোনালদোর গোল দাঁড়ালো তিনটি।

পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি।