বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপ পর্ব সিলেটে, সেমি কক্সবাজারে

বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপ পর্বের খেলা সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূচি ঘোষণার সঙ্গে এবার সেমি-ফাইনালের ভেন্যু কক্সবাজারে বলে জানিয়েছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 06:13 PM
Updated : 19 Sept 2018, 06:13 PM

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে স্বাগতিকদের অপর দুই প্রতিপক্ষ ফিলিপিন্স ও লাওস। ‘এ’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন নেপালের সঙ্গী ফিলিস্তিন ও তাজিকিস্তান।

আগামী ১ অক্টোবর শুরু হয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শেষ হবে ১২ অক্টোবরে। বাফুফে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেটে ১ থেকে ৬ অক্টোবর গ্রুপ পর্বের খেলাগুলো হওয়ার পর ৯ ও ১০ অক্টোবর দুটি সেমি-ফাইনাল হবে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। ১২ অক্টোবর ফাইনাল হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

বঙ্গবন্ধু গোল্ডকাপের এটি পঞ্চম আসর। আগের চার আসরের মধ্যে ২০১৫ সালে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০১৬ সালের আসরে সেমি-ফাইনালে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০ হেরে বিদায় নেয় দল।

আগামী ১ অক্টোবর লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ৫ অক্টোবর ফিলিপিন্সের মুখোমুখি হবে জেমি ডের দল।