টুখেল বিশ্বসেরা কোচ: পিএসজি সভাপতি

এই মৌসুমে পিএসজির দায়িত্ব নেওয়া টমাস টুখেলকে বিশ্বের সেরা কোচ বলে মনে করেন ক্লাবটির সভাপতি নাসের আল-খেলাইফি। জার্মান কোচের অধীনে দারুণ কিছুর সম্ভাবনা দেখছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 04:30 PM
Updated : 16 Sept 2018, 05:07 PM

চলতি মৌসুমে লিগ ওয়ানের পাঁচ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। টুখেলের কঠিন পরীক্ষা অবশ্য মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে।

এর আগে নিজের দেশের ক্লাব মাইন্সে সন্তোষজনক অধ্যায়ের পর বরুসিয়া ডর্টমুন্ডে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে যোগ দিয়েছিলেন টুখেল। অবশ্য বরুসিয়ায় একটি মাত্র জার্মান কাপই জিতেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে গতবারের রানার্সআপ লিভারপুলের বিপক্ষে পিএসজি দারুণ কিছু করবে বলে আত্মবিশ্বাসী আল-খেলাইফি।

“অ্যানফিল্ডে কিছু করার মতো খেলোয়াড় ও কোচ পিএসজির আছে। আমাদের বিশ্বের সেরা কোচ আছে।”

অন্য ম্যাচগুলোর চেয়ে পিএসজি-লিভারপুলের লড়াইয়ে বেশি নজর থাকবে বলে মনে করেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। লিভারপুলকে সম্মান দেখালেও নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন তিনি।

“অন্য ম্যাচগুলোর চেয়ে এই ম্যাচ বেশি মানুষ দেখবে। কিন্তু আপনাকে আত্মবিশ্বাস নিয়ে যেতেই হবে।”

“আমরা অবশ্যই এই প্রতিপক্ষকে শ্রদ্ধা করি যারা দারুণ এক দল। কিন্তু আমি মনে করি, আমরা কিছু করতে পারব।”