কৌতিনিয়োর প্রশংসায় সুয়ারেস

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বদলি নামা ফিলিপে কৌতিনিয়োর খেলার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বার্সেলোনায় তার সতীর্থ লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2018, 11:38 AM
Updated : 16 Sept 2018, 11:38 AM

প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচটিতে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে সুয়ারেস সমতা ফেরানোর তিন মিনিট পর জয়সূচক গোল করেন উসমান দেম্বেলে। এতে চলতি লিগে এখন পর্যন্ত নিজেদের চার ম্যাচের সবকটিতেই জিতল কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে কৌতিনিয়ো ও সের্হিও বুসকেতসকে বদলি হিসেবে মাঠে নামানোর পরই যেন বদলে যায় ম্যাচের গতি প্রকৃতি। বার্সেলোনার আক্রমণ গতি পায়।

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো প্রসঙ্গে বিন স্পোর্টসকে সুয়ারেস বলেন, "ফিলিপে মাঠে নামার পর খুব ভালো খেলে। সে ম্যাচের গতি প্রকৃতি বদলে দেয়।"

"আমি মনে করি, এগুলো এমন ধরনের জয় যা মৌসুম শেষে পার্থক্য গড়ে দেয়। এই ধরনের ম্যাচ লা লিগা নির্ধারণ করে দিতে পারে।"  

এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বার বদলি হিসেবে মাঠে নেমে বার্সেলোনার জয়ে বড় অবদান রাখলেন কৌতিনিয়ো। এর আগে লিগে নিজেদের প্রথম ম্যাচে আলাভেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিভারপুলের সাবেক এই খেলোয়াড়।