সেরার প্রশ্নে 'মেসির পরেই আজার'

ক্লাব সতীর্থ এদেন আজারকে শীর্ষ পর্যায়ের একজন ফুটবলার হিসেবে দেখেন চেলসির অ্যান্টোনিও রুডিগার। তার বিশ্বাস, সেরার প্রশ্নে বার্সেলোনা তারকা লিওনেল মেসির পরই বেলজিয়ান ফরোয়ার্ডের অবস্থান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2018, 12:57 PM
Updated : 9 Sept 2018, 12:57 PM

২০১২ সালে ফরাসি ক্লাব লিল থেকে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটিতে নিজেকে সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আজার। তবে কখনই পারেননি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি'অরের লড়াইয়ে মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে চ্যালেঞ্জ জানাতে।    

গত দুবছরসহ মেসির সমান সর্বোচ্চ পাঁচবার পুরস্কারটি জিতেছেন রোনালদো। কিন্তু রুডিগারের দৃষ্টিতে আর্জেন্টিনা অধিনায়কই বিশ্বের সেরা ফুটবলার। তার পরেই আজারের অবস্থান। বিশ্বকাপ জয়ী পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন জার্মান ডিফেন্ডার রুডিগার।

"এমবাপে অবিশ্বাস্য দ্রুত গতির খেলোয়াড়। তাকে থামাতে আপনাকে দলীয়ভাবে কাজটা করতে হবে। কারণ একাকী…গুড লাক।"

"তবে আমার কাছে মেসি বিশ্বসেরা, এরপর আজার।"

দ্রুত বিশ্বকাপের ধকল কাটিয়ে নতুন মৌসুমে চেলসির জয়ধারায় অবদান রেখে চলেছেন আজার। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবটি এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে।