বেনজেমার প্রশংসায় জিদান

গত কয়েক বছর ধরে রিয়াল মাদ্রিদ সমর্থকদের সমালোচনার শিকার হওয়া করিম বেনজেমার ভূয়সী প্রশংসা করেছেন জিনেদিন জিদান। দলে ফরাসি ফরোয়ার্ডের গুরুত্বও তুলে ধরেছেন ক্লাবটির সাবেক এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2018, 10:17 AM
Updated : 6 Sept 2018, 10:17 AM

২০০৯ সালে স্বদেশের ক্লাব অলিম্পিক লিওঁ থেকে রিয়ালে আসা বেনজেমা ক্লাব সমর্থকদের সমালোচনার মুখে পড়ার শুরু মূলত ২০১৬-১৭ মৌসুম থেকে। ওই মৌসুমে তিনি লা লিগায় করেছিলেন ১১ গোল, যা আগের মৌসুমের চেয়ে ১৩টি কম।

গত মৌসুমে বেনজেমার গোল খরা ছিল আরও বাজে। লিগে মোটে ৫ গোল করেন তিনি। বেশ কয়েকবার মাঠেই সমর্থকদের দুয়ো শুনতে হয় তাকে।

তবে ক্রিস্তিয়ানো রোনালদোর বিদায়ের পর চলতি মৌসুমে দারুণ শুরু করেছেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। এ পর্যন্ত লা লিগায় তিন ম্যাচে করেছেন চার গোল। তবে সবসময় বেনজেমা গোল না পেলেও দলের আক্রমণভাগে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উয়েফাকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন জিদান।

“আমি যেভাবে দল আক্রমণ করুক চাইতাম, সেই বিবেচনায় দলের ভারসাম্য রাখতে করিম গুরুত্বপূর্ণ ছিল।”

“সতীর্থদের সঙ্গে খেলে সে আমাদের পজেশনভিত্তিক খেলার কৌশল বাস্তবায়নে সাহায্য করতো। সে একজন সত্যিকারের দলগত খেলোয়াড়।”