বার্সেলোনাতেই থাকছেন রাকিতিচ

সংবাদ মাধ্যমে খবর, ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিয়ে পিএসজিতে যোগ দিতে পারেন বার্সেলোনার ইভান রাকিতিচ। তবে ক্রোয়াট মিডফিল্ডার নিশ্চিত করেছেন কাম্প নউয়েই থাকছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2018, 08:41 AM
Updated : 26 August 2018, 08:41 AM

গত সপ্তাহে স্প্যানিশ গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ছিল রাকিতিচের দল-বদল প্রসঙ্গ। তাদের দাবি ছিল, পিএসজিতে যোগ দিতে আগ্রহী ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

শনিবার বার্সেলোনা রিয়াল বাইয়াদলিদকে ১-০ গোলে হারানোর পর এ প্রসঙ্গে মুখ খোলেন রাকিতিচ। কাম্প নউ ছাড়ার কোনো ইচ্ছেই নেই বলে জানান তিনি।

বার্সেলোনা টিভিকে বলেন, “অনেক কথা হয়েছে। কিন্তু এটা শেষ হয়েছে। অনেক বেশি উদ্দীপনা নিয়ে আমি এখানে থাকব।”

“সত্যি বলতে, এই সম্মান রক্ষার চেয়ে ভালো কিছুই নেই। আমি আমার সেরাটা দিব এবং এটাই শেষ কথা।”

“কিছু দিন চাপের মধ্যে কেটেছে। কিন্তু আমি বুঝতে পেরেছি যে বার্সেলোনায় থাকা আর সবকিছুর জন্য লড়াই করাটাই সবচেয়ে সুন্দর। আমি খুশি ও গর্বিত।”

এছাড়া স্প্যানিশ রেডিওকে বার্সেলোনায় থাকা নিয়ে রাকিতিচ জানান, “আমি ও আমার পরিবার বার্সেলোনাতে খুব সুখে আছি। ভবিষ্যৎ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি থাকতে চাই।”

“বার্সেলোনায় আমার যা আছে তা আমাকে অন্য কোনো ক্লাবই দিতে পারত না।”