‘রোনালদোকে নিয়ে ভাবতে পারে না রিয়াল’

রিয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব টের পাচ্ছেন কাসেমিরো। তবে পর্তুগিজ ফরোয়ার্ডকে অতীত মেনে রিয়াল শক্তিশালী একটি দল গড়ে তুলবে বলে আশাবাদী ক্লাবটির ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 12:49 PM
Updated : 16 August 2018, 12:49 PM

গত মাসে ইউভেন্তুসে পাড়ি জমানো পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোকে ছাড়া প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে রিয়াল। বুধবার রাতে এস্তোনিয়ার তালিনে উয়েফা সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হারে হুলেন লোপেতেগির দল।

ম্যাচের পর কাসেমিরো বলেন, “অবশ্যই, আমরা অভাব পূরণ করতে পারিনি। ক্রিস্তিয়ানো এখানে দেখিয়েছে যে, সে বিশ্বসেরা। কিন্তু এটি এরই মধ্যে অতীত হয়ে গেছে। আমরা তাকে নিয়ে ভাবতে পারি না।”

“আমাদের যেসব খেলোয়াড় আছে, তাদেরকে নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা আরও শক্তিশালী ও দৃঢ় একটি দল গড়ে তুলতে চাই। কিন্তু ক্রিস্তিয়ানো এখন অতীত।”

নতুন কোচ লোপেতেগির কাজের প্রশংসাও করেন এই মিডফিল্ডার।

“সবকিছু কেবল শুরু। হুলেন দারুণ কাজ করছেন।”

“গত পাঁচ বছরে আমরা চারটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। আমরা প্রায় সবকিছুই জিতেছি। তিনি খেলোয়াড়দের জয়ের ইচ্ছেটা ধরে রাখতে দারুণ কাজ করছেন।”