‘নতুন মৌসুমের আগে সঠিক পথে আছে রিয়াল’

নতুন মৌসুমে দারুণ কিছু করে দেখানোর লক্ষ্যে দল ঠিক পথেই আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ হুলেন লোপেতেগি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 07:28 PM
Updated : 4 August 2018, 07:29 PM

এস্তোনিয়ার রাজধানী তালিনে ১৫ অগাস্ট হতে যাওয়া উয়েফা সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচ দিয়েই ২০১৮-১৯ মৌসুম শুরু হবে ইউরোপ চ্যাম্পিয়নদের।

প্রাক-মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে লোপেতেগির দল। প্রস্তুতিমূলক এই প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত চারটায় ইউভেন্তুসের মুখোমুখি হবে তারা। তিন দিন পর শেষ ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ ক্লাবটি।

প্রতিযোগিতামূলক ফুটবলে নামার আগে দলের প্রস্তুতিতে খুশি কোচ লোপেতেগি।

“সবকিছু ইতিবাচকভাবে চলছে। বছরের এই সময়ে যেমনটা দরকার আমরা তেমনই কঠোর পরিশ্রম করছি।”

“প্রাক-মৌসুমের মূল লক্ষ্য প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া এবং ব্যক্তিগত ও দলগত পর্যায়ে সম্ভাব্য সবচেয়ে ভালোভাবে সেগুলোতে হাজির হওয়া।”

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের প্রথম ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারে রিয়াল। ক্লাবে নিজের অভিষেক ম্যাচের ওই হারকে অবশ্য বড় করে দেখতে রাজি নন লোপেতেগি।

“প্রস্তুতির ঘাটতি থাকার পরও দল দৃঢ়তা দেখানোয় আমরা সন্তুষ্ট ছিলাম। তারা পাঁচটি ম্যাচ খেলেছিল। আর আমাদের সেটা ছিল প্রথম।”