মদ্রিচকে কিনতে 'গুনতে হবে' ৭৫ কোটি ইউরো

লুকা মদ্রিচকে ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী খেলোয়াড়কে কিনতে হলে দিতে হবে রিলিজ ক্লজের ৭৫ কোটি ইউরো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2018, 12:58 PM
Updated : 3 August 2018, 12:58 PM

ইতালির বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, দল-বদলের সম্ভাবনায় ইন্টার মিলানের সঙ্গে যোগাযোগ আছে মদ্রিচের। তবে রিয়ালের সঙ্গে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের চুক্তির এখনও দুই বছর বাকি আছে।

প্রাক-মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে রিয়াল। মায়ামিতে বৃহস্পতিবার দলের সঙ্গে দেখা করেন পেরেস। ওখানেই মদ্রিচের সম্ভাব্য দল-বদলের গুঞ্জনের বিষয়ে কথা বলেন সভাপতি।

"মদ্রিচের ক্লাব ছাড়ার একমাত্র উপায় হলো যদি তারা ৭৫ কোটি ইউরো পরিশোধ করে।"

ক্রীড়া বিষয়ক স্প্যানিশ দৈনিক মার্কা অবশ্য তাদের প্রতিবেদনে জানিয়েছে, এবারের দল বদলে মদ্রিচ ক্লাব ছাড়তে পারেন সান্তিয়াগো বের্নাবেউয়ের কেউই তা মনে করেন না।

স্ত্রী ভানিয়া বসনিচের সঙ্গে এখন ছুটি কাটাচ্ছেন মদ্রিচ। তার সাবেক এজেন্ট স্ত্রাভকো মামিচের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে বসনিচের। ইন্টারের সঙ্গে তিনিই আলোচনা করছেন বলে সংবাদ মাধ্যমে খবর।