ইউভেন্তুস থেকে মিলানে হিগুয়াইন
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2018 07:39 PM BdST Updated: 02 Aug 2018 07:39 PM BdST
ইউভেন্তুস থেকে ধারে এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন গনসালো হিগুয়াইন। বৃহস্পতিবার ক্লাবটিতে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের মেডিকেল পরীক্ষা হয়েছে।
বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার সময়ে তোলা ক্লাবটির জার্সি গায়ে হিগুয়াইনের হাসোজ্জ্বল ছবি এসি মিলান টুইট করে।
সংবাদ মাধ্যমে খবর, এক কোটি ৮০ লাখ ইউরোয় এক মৌসুমের জন্য ধারে এসি মিলানে নাম লেখাতে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। মৌসুম শেষে হিগুয়াইনকে মিলানের স্থায়ীভাবে নেওয়ার সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। সেক্ষেত্রে ইউভেন্তুসকে আরও তিন কোটি ৬০ লাখ ইউরো দিতে হবে।
২০১৬ সালের জুলাইয়ে নাপোলি থেকে ইউভেন্তুসে পাড়ি জমানোর পর দুই মৌসুম সাফল্যের সঙ্গে কাটিয়েছেন হিগুয়াইন। তুরিনের ক্লাবটির হয়ে দু্ইবার জিতেছেন সেরি আ শিরোপা। লিগে করেন ৪০টি লিগ গোল।
চুক্তির অংশ হিসেবে ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ফিরতে যাচ্ছেন ইউভেন্তুসে। গত বছর তুরিনের ক্লাবটি থেকে মিলানে যোগ দিয়েছিলেন তিনি।
ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিও দল-বদলের বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল