ইউভেন্তুস থেকে মিলানে হিগুয়াইন

ইউভেন্তুস থেকে ধারে এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন গনসালো হিগুয়াইন। বৃহস্পতিবার ক্লাবটিতে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের মেডিকেল পরীক্ষা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 01:39 PM
Updated : 2 August 2018, 01:39 PM

বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার সময়ে তোলা ক্লাবটির জার্সি গায়ে হিগুয়াইনের হাসোজ্জ্বল ছবি এসি মিলান টুইট করে।

সংবাদ মাধ্যমে খবর, এক কোটি ৮০ লাখ ইউরোয় এক মৌসুমের জন্য ধারে এসি মিলানে নাম লেখাতে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। মৌসুম শেষে হিগুয়াইনকে মিলানের স্থায়ীভাবে নেওয়ার সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। সেক্ষেত্রে ইউভেন্তুসকে আরও তিন কোটি ৬০ লাখ ইউরো দিতে হবে।

২০১৬ সালের জুলাইয়ে নাপোলি থেকে ইউভেন্তুসে পাড়ি জমানোর পর দুই মৌসুম সাফল্যের সঙ্গে কাটিয়েছেন হিগুয়াইন। তুরিনের ক্লাবটির হয়ে দু্ইবার জিতেছেন সেরি আ শিরোপা। লিগে করেন ৪০টি লিগ গোল।

চুক্তির অংশ হিসেবে ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ফিরতে যাচ্ছেন ইউভেন্তুসে। গত বছর তুরিনের ক্লাবটি থেকে মিলানে যোগ দিয়েছিলেন তিনি।

ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিও দল-বদলের বিষয়টি নিশ্চিত করেছেন।