রেকর্ড গড়ে ব্রাজিলের আলিসনকে নিল লিভারপুল

রেকর্ড গড়ে আলিসনকে রোমা থেকে দলে নিয়েছে লিভারপুল। ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ই এখন বিশ্বের সবচেযে দামি গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 03:13 AM
Updated : 20 July 2018, 03:13 AM

ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে ছয় বছরের চুক্তি হয়েছে আলিসনের। চুক্তির টাকার অঙ্কের বিষয়ে লিভারপুল কিছু না বললেও রোমা জানিয়েছিল তা ৬ কোটি ৬৮ লাখ পাউন্ড (প্রায় সাড়ে সাত কোটি ইউরো)।

২৫ বছর বয়সী আলিসন লিভারপুলে যোগ দিয়ে বলেন, “এই ক্লাব ও পরিবারের অংশ হওয়াটা আমার জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল পদক্ষেপ।”

দুই বছর ইতালিয়ান ক্লাবটিতে ছিলেন ২৫ বছর বয়সী আলিসন। গত মৌসুমে সেরি আতে ৩৭টি ম্যাচ খেলেন তিনি।

২০০১ সালে পার্মা থেকে জানলুইজি বুফ্ফনকে ৫ কোটি ৩০ লাখ ইউরোয় কিনেছিল ইউভেন্তুস। কোনো গোলরক্ষকের জন্য সেটাই ছিল সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড।

আর ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি গোলরক্ষক ছিলেন ম্যানচেস্টার সিটির এদেরসন। ২০১৭ সালের জুনে বেনফিকা থেকে ব্রাজিলিয়ান এই ফুটবলারকে নিতে ৪ কোটি ইউরো খরচ হয়েছিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচ খেলে তিনটিতে কোনো গোল হজম করেননি আলিসন। কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলের হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।