ফ্রান্সের বিপক্ষে খেলার সম্ভাবনা বেড়েছে কাভানির

ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলতে পারার সম্ভাবনা বেড়েছে পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জোড়া গোল করার পর চোট পাওয়া এদিনসন কাভানির। তার চোটাক্রান্ত জায়গা ফুলে থাকলেও কোনো মাংশপেশি ছেঁড়েনি বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 09:03 PM
Updated : 2 July 2018, 09:03 PM

আগামী শুক্রবার নিজনি নভগোরোদ স্টেডিয়ামে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

সোচিতে গত শনিবার পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয়ার্ধে পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন কাভানি। এর আগে করেন দারুণ দুটি গোল।

ফ্রান্সের বিপক্ষেও লুইস সুয়ারেসের সঙ্গে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিতে কাভানি এখন চোট কাটিয়ে উঠতে লড়ছেন। উরুগুয়ের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, কাভানির চোটাক্রান্ত জায়গার স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে তার বাঁ পায়ের কাফ ফুলে আছে। তবে মাংশপেশি ছেঁড়েনি।

বিবৃতিতে বলা হয়েছে, কাভানির ব্যথাটা আছে। সে তার আলাদা করে অনুশীলন  ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে। তার উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কাভানি ছাড়া উরুগুয়ের দলের বাকিরা খুব ভালো আছে বলেও বিবৃতিতে জানানো হয়।