‘ইরানকে খেপানোর’ প্রশ্নে খেপলেন কস্তা

ইরানের বিপক্ষে স্পেনের জেতা ম্যাচে একমাত্র গোল করা দিয়েগো কস্তা সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে খেপলেন। দিলেন কড়া জবাবও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 07:20 AM
Updated : 21 June 2018, 07:20 AM

‘বি’ গ্রুপের ম্যাচে গত বুধবার ইরানকে ১-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম জয় পায় স্পেন। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ৩-৩ ড্র করেছিল ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কস্তার কেন ইরানের খেলোয়াড়দের প্ররোচিত করেছেন –প্রশ্ন করেন এক সাংবাদিক। পাল্টা জবাব দিয়ে দেন স্পেন ফরোয়ার্ডও।

“আপনি কোন ম্যাচ দেখছিলেন? এটা ছিল প্রথমার্ধে…তারা আমাদের উত্তেজিত করছিল।  সব সময় আমরাই মাটিতে পড়েছি। ম্যাচটা ঠিকমতো দেখুন। শুধু শুধু এগুলো বলবেন না কারণ এটা আপনার জাতীয় দল।”

দুই ম্যাচে কস্তার গোল ৩টি। ৪ গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। কস্তা অবশ্য ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কে গুরুত্ব দিচ্ছেন বেশি।

“আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। গোল করতে পেরে আমি খুশি। সত্য হচ্ছে এটা (ইরান ম্যাচের গোল) ভাগ্যও ছিল।”

“এটা কঠিন ম্যাচ ছিল। রোনালদো খুবই ভালো খেলছে। আমি আশা করি সে এগিয়ে যাবে এবং আমিও এগিয়ে যাব।”