ইংল্যান্ড-তিউনিসিয়া ম্যাচে পতঙ্গের হানা

রাশিয়া বিশ্বকাপ চলার সময় পতঙ্গের আক্রমণের শঙ্কা সত্যি হলো। সোমবার ভলগোগ্রাদে নিজেদের প্রথম ম্যাচে এর শিকার হয়েছেন ইংল্যান্ড ও তিউনিশিয়ার খেলোয়াড়রা। মাঠে খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারিতে দর্শকরাও ভোগান্তিতে পড়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 09:54 AM
Updated : 19 June 2018, 10:15 AM

বিশ্বকাপের আগেই রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের শস্য চাষ বিভাগ সতর্ক করেছিল বছরের এই সময়ে দক্ষিণাঞ্চলের শহর ভলগোগ্রাদে পতঙ্গের আক্রমণ হতে পারে।

কর্মকর্তারা মাঠে পোকা নিরোধক স্প্রে ব্যবহার করলেও তা খুব বেশি কাজে আসেনি। পুরো ম্যাচেই চলেছে পতঙ্গের আক্রমণ।

পোকা তাড়ানোর স্প্রে ব্যবহার করেছেন ইংল্যান্ড দলের খেলোয়াড়রাও। ম্যাচের পর ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন বলেন, “আমাদের আগেই বলা হয়েছিল মাঠে অনেক পতঙ্গ থাকবে। কিন্তু যখন আমরা গা গরমের জন্য বের হলাম, তখন এটা আমরা যা কিছু ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ছিল।”

“ম্যাচের আগে, বিরতিতে অনেক পোকা তাড়ানোর স্প্রে ব্যবহার করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ কারণ কিছু পোকা আপনার চোখে, কিছু আপনার মুখে ঢুকছিল।”

টুর্নামেন্টের গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ হবে এই মাঠে।