ফ্রান্সের জয়সূচক গোল পগবার থাকল না

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের জয়সূচক গোলটি শুরুতে পল পগবার নামে থাকলেও পরে তা আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করেছে ফিফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 08:27 AM
Updated : 18 June 2018, 08:27 AM

শনিবার কাজানে দুই দলের লড়াইয়ের ৮১তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে পগবার শটে বল আজিজ বেহিচের পা ছুঁয়ে ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইন অতিক্রম করে।

ম্যাচ শেষে অবশ্য পগবাও জানতেন গোলটা তার নাও থাকতে পারে। তবে নিজের গোল নিয়ে নয়, দলের জয় নিয়েই ভাবনার কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

“আমার গোলে ডিফেন্ডারের সাহায্য ছিল। আপনি শুধু পা নয়, আপনার কান বা নাক দিয়ে গোল করেন- এটা ব্যাপার না যদি বলটা ভেতরে যায়। আমি সত্যি খুশি যে বলটা ভেতরে ঢুকেছে এবং আমরা ম্যাচটা জিততে পেরেছি।”

“সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, প্রথম ম্যাচ, প্রথম জয় এবং পুরো তিন পয়েন্ট। সেটাই ছিল লক্ষ্য।”

আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে একাতেরিনবুর্গ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত নয়টায় পেরুর মুখোমুখি হবে ফ্রান্স।